কাল ১২ লাখ ডোজ টিকা (উপহার) সঙ্গে আসছেন মোদি

কাল ১২ লাখ ডোজ টিকা (উপহার) সঙ্গে আসছেন মোদি

কূটনৈতিক সংবাদঃ
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ১২ লাখ ডোজ টিকা উপহার দিচ্ছে ভারত।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয় ও ঢাকায় ভারতীয় হাইকমিশন সূত্র প্রথম আলোকে এই তথ্য জানিয়েছে।

বিশ্বস্ত সূত্রগুলো জানিয়েছে, ২৬ মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী।

এদিনই ভারত থেকে উপহার হিসেবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ১২ লাখ ডোজ টিকার চালান ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কালই বাংলাদেশে আসছেন এবং একই দিনে আসছে ১২ লাখ টিকা।

আরও পড়ুন:

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদ্‌যাপনে ১৭ মার্চ থেকে ১০ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা শুরু হয়েছে। স্বাস্থ্য নির্দেশনা মেনে ২৬ মার্চ পর্যন্ত এই অনুষ্ঠান চলবে। অনুষ্ঠানের মূল থিম ‘মুজিব চিরন্তন’। তবে বিভিন্ন দিনের অনুষ্ঠানের পৃথক থিম থাকছে।

-কেএম

Print Friendly, PDF & Email
FacebookTwitter