ক্ষমতা-সংক্রান্ত পুলিশ আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ক্ষমতা-সংক্রান্ত পুলিশ আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

আইন আদালতঃ
মিছিল-সমাবেশ নিষিদ্ধ করায় পুলিশ কমিশনারের ক্ষমতা-সংক্রান্ত পুলিশ আইনের ২৯ ধারার বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল মোমেন চৌধুরী।

বুধবার (২৬ অক্টোবর) হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে জনস্বার্থে দায়ের করা এ রিট আবেদনটির শুনানি হতে পারে।

রিটে পুলিশ আইনের ২৯ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণার বিষয়ে নির্দেশনা চাওয়া হয়েছে। এতে স্বরাষ্ট্র সচিব, আইন সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

প্রসঙ্গত, পুলিশ আইনের ২৯ ধারায় বলা হয়, ‘জনসাধারণের শান্তি বা নিরাপত্তা রক্ষার জন্য পুলিশ কমিশনার যখনই প্রয়োজন মনে করবেন এবং যত দিনের প্রয়োজন বিবেচনা করবেন, লিখিত আদেশ দ্বারা কোনো জনসমাবেশ বা মিছিল নিষিদ্ধ করতে পারবেন।

তবে শর্ত থাকে যে, অনুরূপ কোনো নিষেধাজ্ঞা সরকারের অনুমতি ছাড়া ৩০ দিনের বেশি বলবৎ থাকবে না।

-আরপি

Print Friendly, PDF & Email
FacebookTwitter