খোন্দকার ইব্রাহীম খালেদের মৃত্যুতে অর্থনীতি সমিতির শোক প্রকাশ

অর্থনীতিঃ
বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ খোন্দকার ইব্রাহীম খালেদ আজ ২৪ ফেব্রুয়ারি ২০২১ তারিখ বুধবার সকাল ৫.৩০ মিনিটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি——রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। খোন্দকার ইব্রাহীম খালেদ-এর মৃত্যুতে বাংলাদেশ অর্থনীতি সমিতি গভীর শোক প্রকাশ করছে।

তিনি বাংলাদেশ অর্থনীতি সমিতির জীবন সদস্য ও সমিতির কার্যনির্বাহক কমিটির নির্বাচিত সহ-সভাপতি ছিলেন এক বার, কোষাধ্যক্ষ দুইবার এবং তিনবার কমিটির সদস্য পদে নিয়োজিত থেকে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ন অবদান রেখেছেন।

জনাব খোন্দকার ইব্রাহীম খালেদ বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গর্ভনর ও বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক চেয়ারম্যান। তাঁর জীবদ্দশায় তিনি গণমানুষের উন্নয়নের লক্ষ্যে দেশের ব্যাংকিং ব্যবস্থায় ব্যাপক গবেষণা কর্ম ও প্রাগ্রসরচিন্তার সামাজিক কর্মকান্ডে সম্পৃক্ত থেকে বিরল সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়েছেন। তাঁর স্মৃতি আমাদের কাছে অর্থনীতিবিদদের সামাজিক দায়বদ্ধতার প্রতীক হিসেবে চিরজাগরুক থাকবে।

জনাব খোন্দকার ইব্রাহীম খালেদ-এর মৃত্যুতে বাংলাদেশ অর্থনীতি সমিতি তাঁর পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে।

-শিশির

Print Friendly, PDF & Email
FacebookTwitter