গরু দাহ হবে শ্মশানে

আন্তর্জাতিকঃ
গরু সৎকার করতে এবার শ্মশান তৈরির উদ্যোগ নেয়া হয়েছে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে। শনিবার মধ্যপ্রদেশের ভোপাল সিটি কর্পোরেশনের মেয়র ও বিজেপি নেতা অলোক শর্মা এমন ষোষণা দিয়েছেন। খবর ভারতীয় সংবাদমাধ্যম ডেকানক্রনিকল’র।

অলোক শর্মা বলেন, কোনো গরুর অস্বাভাবিক বা অসময়ে মৃত্যু হলে ওই শ্মশানে দাহ করা হবে। ভারতে গরু সৎকারের জন্য প্রথম শ্মশান হবে এটি।

ভোপাল পৌরসভার প্রান্তঘেঁষে পাঁচ একর জায়গাজুড়ে তৈরি হবে গো-শ্মশান। এর মধ্যে জায়গা নির্বাচনও সম্পন্ন হয়েছে, জানিয়েছেন অলোক।

সম্প্রতি অনুষ্ঠিত মধ্যপ্রদেশের রাজ্যসভার নির্বাচনী প্রচারে গরুর কল্যাণে অর্থ বরাদ্দের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। যদিও নির্বাচনে পরাজিত হয়েছে বিজেপি।

মুখ্যমন্ত্রী থাকাকালে বিজেপির শিবরাজ সিং চৌহান ভোপালে গরুর জন্য শ্মশান বানানোর উদ্যোগ নিলেও তিনি তা কার্যকর করেননি।

২০১৭ সালে গরুর জন্য আশ্রয়কেন্দ্র নির্মাণের নির্দেশ দিয়েছিলেন ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ। বিজেপির এ নেতা ক্ষমতায় এসে ওই রাজ্যে গোহত্যা, ও গরু-ব্যবসা বন্ধ করেছেন।

গরু-ছাগলদের জন্য আশ্রয়কেন্দ্র নির্মাণে প্রাথমিক পর্যায়ে ১০০ কোটি রুপি বরাদ্দও দিয়েছিলেন যোগী।

-ডিকে

Print Friendly, PDF & Email
FacebookTwitter