গাজীপুরের ফ্যান কারখানায় নিহতদের পরিচয় মিলেছে

সারাদেশঃ
গাজীপুরের একটি ফ্যান কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে নিহত ১০ জনের পরিচয় পাওয়া গেছে।

গতকাল ১৫ ডিসেম্বর, রবিবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের হারিনালে ‘লাক্সারি’ ফ্যান কারখানায় আগুন লাগে। এ ঘটনায় আরো অন্তত ১৫ জন দগ্ধ হয়ে চিকিৎসাধীন আছেন।

এ ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তারা হলেন- গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার লাল মিয়ার ছেলে পারভেজ, ময়মনসিংহের রাঘবপুর এলাকার সেলিম মিয়ার ছেলে মো. তরিকুল ইসলাম, দিনাজপুরের কাহারোল থানার বারপটিকা এলাকার হামিদ মিয়ার ছেলে মো. সেলিম, গাজীপুর সদর উপজেলার কালনী গ্রামের সাইফুল ইসলামের ছেলে মোহাম্মদ ফয়সাল খান, একই উপজেলার কেশরিতা গ্রামের নির্মল চন্দ্র দাসের ছেলে উত্তম চন্দ্র দাস, গাজীপুরের শ্রীপুর উপজেলার মারতা গ্রামের নজরুল ইসলামের ছেলে শামীম, একই গ্রামের কামাল হোসেনের ছেলে রাশেদ, রংপুরের কাচুবকুলতলা এলাকার তাজুল ইসলামের ছেলে ফরিদুল ইসলাম, নরসিংদীর বেলাব থানার চরকাশিনগর এলাকার মাজু মিয়ার ছেলে সজল মিয়া এবং ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর এলাকার মিয়ার ছেলে ইউসুফ মিয়া।

নিহতদের স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী এ তালিকা করা হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জয়দেবপুর থানার সদর ফাঁড়ির ইনচার্জ মো. জাফর আলী খান।

-কেএম

Print Friendly, PDF & Email
FacebookTwitter