গ্রামীণফোন ও রবি’র টাকা আদালতের মাধ্যমেই আদায় হবেঃ অর্থমন্ত্রী

অনলাইনঃ
বেসরকারী মোবাইল অপারেটর গ্রামীণ ফোন ও রবির দীর্ঘ দিনের পাওনা টাকা আদায়ের উদ্যোগ নিলেও শেষ পর্যন্ত পাওনা অনাদায়ী রয়ে গেল। ওই অপারেটররা আদালতে মামলা করে পাওনা পরিশোধের বিষয়টি স্থবির করে দিয়েছে। শেষ পর্যন্ত আদালতের মাধ্যমেই নিষ্পত্তি হবে বলে জানা অর্থ
মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

মন্ত্রী জানান, আমরা চেষ্টা করেছিলাম সরাসরি আলোচনার মাধ্যমেই পাওনাগুলো পরিশোধের ব্যবস্থা করবো, কিন্ত তারা আদালতে মামলা করায় এখন মাধ্যমেই লেনদেন নিস্পত্তি করতে হবে। এবং তাতে পক্ষের জন্যই ভালো হবে।

আজ বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিটিআরসি’র দাবি অনুযায়ী, গ্রামীণফোন ও রবির কাছে সরকারের পাওনা ১৩ হাজার ৪৪৭ কোটি টাকা।
গ্রামীণফোনের কাছে ১২ হাজার ৫৮০ কোটি এবং রবির কাছে ৮৬৭ কোটি টাকা।

অর্থমন্ত্রী বলেন, কয়েক দফা বৈঠক হওয়ায় পর আদালতের বাইরে একটা সমাধানের দিকে এগোচ্ছিল। কিন্তু তারা টাকা দেয়নি। আলোচনাও আর এগোয়নি। আর মামলা আগেই হয়ে গেছে। মামলা হয়ে গেলে নিষ্পত্তি করতে আদালতের মাধ্যমেই করতে হয়।

অর্থমন্ত্রী বলেন, তারা ব্যবসা প্রতিষ্ঠান আর আমরা সরকার যেভাবে এগিয়ে এসেছিলাম। সরকারি মনোভাব না দেখিয়ে আন্তরিকভাবে এগিয়ে গিয়েছিলাম। কিন্তু সে ধরনের সহযোগিতা পাইনি। টাকা দেবে, টাকা দেবে বলে অনেক দিন অপেক্ষা করা হয়েছে। কিন্তু তারা টাকা দেয়নি।’

অর্থমন্ত্রী বলেন, এখানে ১০-২০ টাকার ব্যাপার নয়, অনেক টাকার ব্যাপার। আমাদের দাবি একটা পরিমাণ, তাদের হিসাবে পরিমাণ আরেকটা। এর মধ্যে পার্থক্য বিশাল। ছোট ছোট অঙ্ক হলে নিজেরা বসে সুরাহা করা যেত।

গ্রামীণফোন ও রবিকে ইঙ্গিত করে অর্থমন্ত্রী বলেন, ‘আমরা তাদের সময় দিয়েছিলাম। তারা চুক্তিও করল। কিন্তু হয়নি। তাদের মনে হয় আবার পর্ষদ বৈঠক করতে হবে।’

নিষ্পত্তির এমন উদ্যোগে আপনার প্রাপ্তি কি-জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘আমার প্রাপ্তি হচ্ছে চেষ্টা করেছি। আমার করণীয় আমি করেছি।

-কেএম

Print Friendly, PDF & Email
FacebookTwitter