ঘুমন্তরা ঘুমিয়ে থাকলো সারাজীবনের তরে

ঘুমন্ত ১৩ শ্রমিক
কয়লার ট্রাক চাপায় ১৩ ভাটা শ্রমিক নিহত

সারাদেশঃ
ইটভাটার শ্রমিকদের মেসে জ্বালানী কয়লাবাহী একটি ট্রাক উল্টে পড়লে ঘুমন্ত ১৩ শ্রমিক নিহত হয়েছেন।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের নারায়ণপুর গ্রামে শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। তারা মেসার্স কাজী অ্যান্ড কোং ইটভাটার শ্রমিক বলে প্রাথমিকভাবে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার ভোরে কয়লাবাহী ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি ইটভাটার শ্রমিকদের মেসের ওপর গিয়ে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় ১২ শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। হাসপাতালে নেয়ার পথে মারা যান আরও একজন। এই ঘটনায় আহত অপর দুই শ্রমিককে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চৌদ্দগ্রাম থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই ইনজামামুল হক আরটিভি অনলাইনকে জানান, ট্রাকটি ইটভাটায় কয়লা নিয়ে এসেছিল। ইটভাটায় ঢুকে ব্যাক গিয়ার করার সময় চালক নিয়ন্ত্রণ হারান। ট্রাকটি উল্টে গিয়ে শ্রমিকদের থাকার মেসের ওপর গিয়ে পড়ে। এতে এই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় মেসে ১৫ জন শ্রমিক ঘুমাচ্ছিলেন।
-ডিকে

Print Friendly, PDF & Email
FacebookTwitter