ঘূর্ণিঝড় “সিত্রাং” এর বর্তমান অবস্থান

ঘূর্ণিঝড় সিত্রাং এর বর্তমান অবস্থান

আবহাওয়াঃ
আপডেট: ২৪ অক্টোবর ২০২২, রাত ৯টা পর্যন্ত ঘূর্ণিঝড় “সিত্রাং” বর্তমানে উপকূল অতিক্রম সম্পন্ন করে বরিশাল বিভাগের উপর অবস্থান করছে।

এটি ক্রমান্বয়ে আরো উত্তর পূর্বদিকে অগ্রসর হতে পারে এবং এর তীব্রতা ধীরে ধীরে কমে আসতে পারে।

বর্তমানে ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫০ কিমি ব্যাসার্ধের মধ্যে একটানা বাতাসের গড় গতিবেগ ঘন্টায় ৭৫ কিলোমিটার, যা দমকা হাওয়া সহ প্রায় ৯৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

ঘূর্ণিঝড়টি উত্তর পূর্ব দিকে অগ্রসর হওয়ার সাথে সাথে দেশের অভ্যন্তরে বাতাসের তীব্রতা বৃদ্ধি পেতে পারে এবং উপকূলে তীব্রতা হ্রাস পেতে পারে।

দেশের উপকূলের বেশির ভাগ অংশেই তীব্র দমকা হাওয়া বয়ে যাচ্ছে, যা রাতভর কম বেশি চলমান থাকতে পারে।
সেই সাথে টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে দেশের উপকূলের অনেক এলাকা প্লাবিত হয়েছে।

এই বৈরী আবহাওয়া আগামীকাল দুপুর থেকে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসতে পারে। এবং দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টিপাত আগামী ১২-১৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।

দক্ষিণাঞ্চলে কাল সকাল/দুপুর থেকেই বৃষ্টিপাত হ্রাস পেতে পারে।

চিত্র: BAF MTR Radar

-শিশির

Print Friendly, PDF & Email
FacebookTwitter