চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা

চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা

নির্বাচনঃ
দশম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চতুর্থ ধাপের তফসিল ঘোষণা করা হয়েছে।

এতে বলা হয় ৮৪০ ইউনিয়নে আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে চতুর্থ ধাপের ভোটগ্রহণ।

বুধবার (১০ নভেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে ইসি সচিব মো. হুমায়ুন কবীর খন্দকার ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

ইসি সচিব জানান, চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ২৫ নভেম্বর, বাছাই ২৯ নভেম্বর।

আপিল ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি ৩ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৬ ডিসেম্বর।

প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর।এই ধাপে ৩৩টি ইউপিতে ইভিএমে ভোট নেওয়া হবে বলেও জানান ইসি সচিব।

-কেএম

Print Friendly, PDF & Email
FacebookTwitter