চাঁদাবাজির অভিযোগে ৪ ব্যক্তি র‌্যাবের হাতে আটক

সারাদেশঃ

চাঁদাবাজির অভিযোগে আশুলিয়ায় ৪ ব্যক্তি র‌্যাবের হাতে আটক হয়েছেন। এদের একজন পুলিশ সদস্য (কনস্টেবল) বলে জানা গেছে। গতকাল ২৬ জুলাই, রবিবার রাতে আশুলিয়ার জামগড়া এলাকা থেকে র‌্যাব তাদের আচক করে।

এ ঘটনার কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাসও আটক করে র‌্যাব। এছাড়া ঘটনাস্থল থেকে অস্ত্র ও মাদকদ্রব্যও উদ্ধার করা হয়।

আটকরা হলেন মোহাম্মদ মমিনুর রহমান, আবদুল হামিদ,  ওয়াহেদ ও ওয়াজেদ শেখ। এদের মধ্যে মমিনুর পুলিশ সদস্য হিসেবে আশুলিয়া থানায় কর্মরত আছেন।

ঘটনার শিকার ওষুধ ব্যবসায়ী নুর উদ্দিন পাটোয়ারী জানান, তার দোকানে ‘নিষিদ্ধ ওষুধ আছে’ এমন  দাবি করে তাকে ভয় দেখায় অভিযুক্তরা। পরে তিনি তাদের টাকা দিতে বাধ্য হয়।

রবিবার রাতে তাদের বাকি টাকা নিতে আসার কথা ছিল। ওই ওষুধ ব্যবসায়ী বিষয়টি গোপনে র‌্যাব-৪ কে অবহিত করেন। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্তদের হাতেনাতে আটক করেন র‌্যাব সদস্যরা।

এসময় অভিযুক্তদের মাইক্রোবাস তল্লাশি করে অস্ত্র, মাদক, জাল টাকাসহ ও বিভিন্ন মানুষের জাতীয় পরিচয়পত্র ও ব্যাংকের ১৬ এটিএম কার্ড পাওয়া যায় বলে জানিয়েছে র‌্যাব সূত্র।

-কেএম

Print Friendly, PDF & Email
FacebookTwitter