চা বিক্রেতার গড়া স্কুলের শতভাগ পাশ

চা বিক্রেতার গড়া স্কুলের শতভাগ পাশ

শিক্ষাঃ
এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে আজ। এতে পাসের হার ৮২ দশমিক ৮৭ শতাংশ। এদিকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে কুমিল্লার বরুড়া উপজেলার নলুয়া চাঁদপুর গ্রামের চা বিক্রেতা আব্দুল খালেকের প্রতিষ্ঠিত নলুয়া চাঁদপুর হাইস্কুলে।

৩১ মে, রবিবার নলুয়া চাঁদপুর হাইস্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘এ বছর এই স্কুল থেকে মোট ৪৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই কৃতকার্য হয়েছে। এর আগেও এই স্কুল থেকে শতভাগ পাস করেছে। তবে এইবার সর্বাধিক জিপিএ-৫ পেয়েছে। নলুয়া চাঁদপুর স্কুল থেকে এবার সপ্তম ব্যাচ এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।’

অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে তিন জন জিপিএ-৫ পেয়েছে, ২৭ জন পেয়েছে এ, পনের জন পেয়েছে এ মাইনাস এবং একজন বি।

কুমিল্লার প্রত্যন্ত এলাকার দরিদ্র চা বিক্রেতা আব্দুল খালেকের সারা জীবনের সঞ্চয় দিয়ে কেনা একখণ্ড জমি দান করে এই স্কুলটি গড়ে তুলেছেন। গত নভেম্বর মাসে স্কুলটি এমপিও ভুক্ত হয়েছে।

আব্দুল খালেক বলেন, ‘ছাত্রছাত্রীদের এই ফলাফলে আমি খুবই খুশি। এখান থেকে পাস করা শিক্ষার্থীরা একসময় নিজের এলাকা ও দেশের উন্নয়নে অবদান রাখবে বলে আমি আশাবাদী।’

-ডিকে

Print Friendly, PDF & Email
FacebookTwitter