চীনা কোম্পানিতে কর্মরত ২৬ বাংলাদেশী হাসপাতালে

চীনা কোম্পানিতে কর্মরত ২৬ বাংলাদেশী হাসপাতালে

সারাদেশঃ
উত্তরা ইপিজেডে এক চীনা কোম্পানিতে কাজ করা ২৬ কর্মী শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

উত্তরা ইপিজেডটি নীলফামারীতে অবস্থিত। ২৯ ফেব্রুয়ারি, শনিবার সকালে আধুনিক সদর হাসপাতালে ভর্তি হন। জেলার সিভিল সার্জন ডা. রণজিৎ কুমার রায় এমন তথ্য নিশ্চিত করেন।

ডা. রণজিৎ কুমার রায় সাংবাদিকদের জানান, এভারগ্রিন প্রোডাক্টস ফেক্টরি (বিডি) লিমিটেডের কর্মীরা সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ বিষয়ে নীলফামারীর জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী বলেন, ‘চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করছেন যে এসব কর্মী হয়তো করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ভয় থেকে সৃষ্ট গণ মানসিক অসুস্থতা (এমপিআই) বা গণ হিস্টিরিয়ার ফলে অসুস্থ হয়ে পড়েছেন।’

-কেএম

Print Friendly, PDF & Email
FacebookTwitter