ছুটি বাড়ানোর সুপারিশ, ঘোষণা আসতে পারে বুধবার

ছুটি বাড়ানোর সুপারিশ, ঘোষণা আসতে পারে বুধবার

জাতীয়ঃ

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় সাধারণ ছুটি বাড়ানোর সুপারিশ প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছে করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে গঠিত জাতীয় কমিটি।

এ বিষয়ে আগামীকাল বুধবার ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ছুটি বাড়ানোর বিষয়ে মঙ্গলবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘অবশ্যই! এখনো অফিস খুলে দেয়ার সময় আসেনি। এখন করোনার চূড়ান্ত সময় যাচ্ছে।’

তিনি আরো বলেন, ‘ছুটি বর্ধিত বিষয়ে এখনো কোনো নির্দশনা আসেনি। আগামীকাল (বুধবার) হয়তো নির্দশনা আসতে পারে।’

প্রতিমন্ত্রী জানান, এবার বর্ধিত ছুটি ঘোষণা হলে তাতে কিছু নতুন নির্দশনা থাকতে পারে। তবে বিষয়টি চূড়ান্তভাবে বলা যাবে চূড়ান্ত সিদ্ধান্ত আসার পর।

সূত্র জানান, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এর সঙ্গে ১ ও ২ মে শুক্র ও শনিবার মিলে ছুটি ২ মে পর্যন্ত বাড়ছে। যদি পরিস্থিতি স্বাভাবিক হয় তবে ৩ তারিখ সরকারি অফিস আদালত খুলবে।

কোভিড-১৯ মহামারী মোকাবিলায় প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি দেয়া হয়েছিল। এর পর ছুটি বাড়িয়ে তা ১১ এপ্রিল করা হয়। এর পর আবারো তৃতীয় দফা ছুটি বাড়িয়ে করা হয় ১৪ এপ্রিল পর্যন্ত। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় চতুর্থ ধাপে ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানো হয়।

Print Friendly, PDF & Email
FacebookTwitter