ব্যবসা-বাণিজঃ

সম্প্রতি জিপিএইচ ইস্পাত লিমিটেডের বাৎসরিক ডিলার সম্মেলন “জিপিএইচ মহারাজ দরবার-২০২২” অনুষ্ঠিত হয়েছে ঢাকার একটি কনভেনশন হলে।

সারা দেশ থেকে আগত তিন শতাধিক ডিলার এবং তাদের পরিবারের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে দুদিনব্যাপী এ দরবার ছিল উপভোগ্য ও প্রানবন্ত।

জিপিএইচ ইস্পাতের সিগনেচার ইভেন্ট মহারাজ দরবারের আমন্ত্রন পত্র, সেট ডিজাইন, অনুষ্ঠান পরিচালনা এবং পোশাক সবকিছুতেই ফুটিয়ে তোলা হয় একটি রাজকীয় দরবারের আবহ।

দুদিন ব্যাপী এ আয়োজনের ১ম দিনে ছিল সারাদেশ থেকে আগত ডিলারদের পরিবারের সদস্যদের জন্য বিভিন্ন ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার প্রদান।

প্রতিযোগিতায় অংশগ্রহনকারী সব সদস্যদের জন্য ছিল আকর্ষণীয় পুরস্কার।

অনুষ্ঠানের ২য় দিনে ছিল ২০২২ সালের শীর্ষ ডিলারদের নাম ঘোষনা ও সম্মাননা প্রদান।

বিগত বছরের সেলস্ পারফরমেন্স অনুযায়ী শীর্ষ ১০ জন ডিলারকে মহাবীর এবং পরবর্তী ১০ জনকে বীর বাহাদুর উপাধিতে ভূষিত করা হয়।

শীর্ষ স্থানীয় ডিলারদের পণ্য পরিবহনকারী গাড়ি, মোটরসাইকেল, স্বর্ণালংকার এবং জাপান, ইউরোপ, দুবাই ট্যুর সহ আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।

এছাড়াও অনুষ্ঠানে ডিলারদের যেসকল সন্তান ২০২২ সালে অনুষ্ঠিত এস এস সি পরীক্ষায় জিপিএ ৫ অর্জন করেছে তাদের সম্মাননা ক্রেস্ট ও পুরস্কারস্বরূপ নগদ অর্থ প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিপিএইচ এর পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দসহ উর্দ্ধতন কর্মকর্তাগণ।

মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

-শিশির

Print Friendly, PDF & Email
FacebookTwitter