টিকটকের #আমরাসেফইনটারনেটসেফ ক্যাম্পেইন চালু

টিকটকের #আমরাসেফইনটারনেটসেফ ক্যাম্পেইন চালু

তথ্য প্রযুক্তিঃ
বিশ্ব ইন্টারনেট দিবস উপলক্ষে বিশ্বের শীর্ষস্থানীয় স্বল্পদৈর্ঘ্য ভিডিও প্লাটফর্ম টিকটক, আজ থেকে বাংলাদেশে #আমরাসেফইনটারনেটসেফ ক্যাম্পেইন চালু করার ঘোষণা দিয়েছে। দেশের ইন্টারনেট ব্যবহারকারীদের সামাজিক যোগাযোগ প্লাটফর্মের নিরাপদ ও দায়িত্বশীল ব্যবহার সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই ক্যাম্পেইন শুরু করে তারা।

এছাড়া এই ক্যাম্পেইনের অংশ হিসেবে টিকটক একটি সুরক্ষা সচেতনতা কুইজসহ অ্যাপটির মধ্যে একটি হ্যাশট্যাগ চ্যালেঞ্জের আয়োজন করছে। টিকটকের এই ক্যাম্পেইনটি শুরু হয়েছে ২৮ অক্টোবর থেকে যা ৯ নভেম্বর পর্যন্ত চলবে ।

এই ইন অ্যাপ কুইজে রয়েছে ইংরাজী ও বাংলায় সোশ্যাল মিডিয়া সুরক্ষা টিপস সম্পর্কিত বহু নির্বাচনী প্রশ্ন। এছাড়া টিকটক ব্যবহারকারীরা #আমরা সেফ ইনটারনেট সেফ ব্যবহার করে হ্যাশট্যাগ চ্যালেঞ্জে অংশ নিয়ে কীভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোকে সকলের জন্য নিরাপদ ও ইতিবাচক স্থান হিসেবে তৈরি করা যায় সেই সম্পর্কেও সৃজনশীল ধারনা দিতে পারবে।

দায়িত্বশীল ডিজিটাল নাগরিক হিসেবে ফলোয়ারদেরকে গড়ে উঠতে উত্সাহিত করার জন্য এই ক্যাম্পেইনের সমর্থনে এগিয়ে এসেছেন ইমরান হক মাহমুদুল ,হাবিব ওয়াহিদ, পড়শী , তৌহিদ আফ্রিদি , জাহান অন্তরা এর মতো জনপ্রিয় সেলিব্রিটিরাও ।

বাংলাদেশে সুরক্ষা ও ডিজিটাল উন্নয়নের প্রতি টিকটকের চলমান অঙ্গীকার
ব্যবহারকারীদের সুরক্ষার বিষষয়টি টিকটক সমসময় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের ব্যবহারকারিদের সুবিধার্থে সামনে আরো এরূপ ক্যাম্পেইন চালু করবে।

অপব্যবহার থেকে রক্ষা করতে সম্প্রতি টিকটক বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে প্রাইভেসি সেটিংস, ফিল্টার, ইন-অ্যাপ রিপোর্টিং ও মডারেশন। ব্যবহারকারীদের প্ল্যাটফর্মের নিরাপত্তা আরো ভালোভাবে বুঝতে একটি সুরক্ষা কেন্দ্র চালু করেছে। যেটিতে যুক্ত করা হয়েছে ব্যবহারকারীদের জন্য টুলস ও রিসোর্স সহ একটি ইন-অ্যাপ পেজ।

টিকটক ব্যবহারকারীদের জন্য রয়েছে শীর্ষস্থানীয় ৫টি সুরক্ষা ফিচার:
ডিজিটাল ওয়েলবিং মোডের একটি অংশ ফ্যামিলি পেয়ারিং, যার মাধ্যমে অভিভাবকরা তাদের সন্তানদের জন্য একটি স্ক্রীন-টাইমের সীমা নির্ধারণ করতে পারে। এর ফলে সীমাবদ্ধ মোড টি সক্রিয় করে সরাসরি বার্তাগুলোকে সীমাবদ্ধ করার মাধ্যমে অভিভাবকরা তাদের সন্তানদের কার্যকলাপ নিয়ন্ত্রণে রাখতে পারেন।

স্ক্রিন টাইম ম্যানেজমেন্ট ফিচারটি ব্যবহারকারীদের এই অ্যাপ্লিকেশনটি ৪০, ৬০, ৯০, ১২০ মিনিট পর্যন্ত ব্যবহার করার অনুমতি দেয়। নির্ধারিত সময়সীমা ছাড়িয়ে যে কোন সময় এটি ব্যবহারের করতে পুনরায় পাসওয়ার্ড ব্যবহার করে অ্যাপটিতে প্রবেশ করতে হবে।

রেস্ট্রিক্টেড মোড মেশিন-লার্নিংটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে অপ্রাপ্তবয়স্কদের রক্ষা করে, যা তাদের বয়সের উপযুক্ত নয় এমন উপাদানগুলোকে ফিল্টার করে।

ইন-অ্যাপ সুইসাইড প্রিভেনশন ফিচারটি ব্যবহারকারীদের একটি ইন-অ্যাপ সুইসাইড রিসোর্স পেইজে নিয়ে যায় , যেখান থেকে টিপস ও হটলাইন ব্যবহারের মাধ্যমে সাহায্য পাওয়ার সুযোগ রয়েছে।

ইন-অ্যাপ রিপোর্টিং এর সাহায্যে ব্যবহারকারীরা কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করে এমন ভিডিওগুলোর রিপোর্টিং করতে পারে। এই বৈশিষ্ট্যটি ব্যবহারকারীদের উদ্বেগ প্রকাশ করার সুযোগ করে দেয় এবং অনুপযুক্ত কন্টেন্ট ফ্ল্যাগ করে টিকটককে নিরাপদ ও ইতিবাচক রাখতে সহায়তা করে। বিশ্বব্যাপী মহামারী ছড়িয়ে পড়ার সময়, টিকটক ইন-অ্যাপ রিপোর্টিং আরো উন্নত করা হয়েছে, যাতে ব্যবহারকারীরা নতুন ‘বিভ্রান্তিকর তথ্য’ শ্রেণীর অধীনে যে কোন ধরনের প্রতারণামূলক তথ্য রিপোর্ট করতে পারবেন।

টিকটকের সুরক্ষা প্রচেষ্টা সম্পর্কে আরও জানতে ভিজিট করুন: https://www.TikTok.com/safety/.

টিকটক সম্পর্কে:
স্বল্পদৈর্ঘ্য মোবাইল ভিডিওর জন্য টিকটক একটি শীর্ষস্থানীয় গন্তব্য । আমাদের লক্ষ্য সৃজনশীলতাকে অনুপ্রাণিত করে সবাইকে আনন্দ দেওয়া। লস অ্যাঞ্জেলেস, নিউ ইয়র্ক, লন্ডন, প্যারিস, বার্লিন, দুবাই, মুম্বাই, সিঙ্গাপুর, জাকার্তা, সিউল এবং টোকিও সহ বিশ্বব্যাপী টিকটকের অফিস রয়েছে।

Print Friendly, PDF & Email
FacebookTwitter