টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে ৩ ধাপ এগিয়ে ৭ নম্বরে বাংলাদেশ

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে ৩ ধাপ এগিয়ে ৭ নম্বরে বাংলাদেশ

খেলার খবরঃ
টি-টোয়েন্টির সেরা ছন্দে বাংলাদেশ। একের পর এক ম্যাচ জিতেই চলেছে। জিম্বাবুয়েকে ৩-০ ব্যবধানে হারানোর পর অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে সিরিজে হারিয়েছে।

এবার নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচে জয় পেয়েছে টাইগাররা। এই জয়গুলোর পুরস্কারও পাচ্ছে দিন শেষে। কিউইদের প্রথম ম্যাচ হারানোর পর টি-টোয়েন্টির ৯ নম্বর দল থেকে ৭ নম্বরে উঠে আসে বাংলাদেশ।

শুক্রবার দ্বিতীয় ম্যাচে জয়ের পর ৬ নম্বরে উঠে এসেছে টাইগাররা। এতে করে পেছনে ফেলেছে ছয় নম্বরে থাকা অস্ট্রেলিয়াকে।

সাত নম্বরে থাকাকালীন টাইগারদের রেটিং পয়েন্ট ছিল ২৩৮। ছয় নম্বরে উঠে রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়ালো ২৪১। সাত নম্বরে থাকা অস্ট্রেলিয়ার রেটিং ২৪০ পয়েন্ট।

আফগানরা ২৩৬ পয়েন্ট নিয়ে আট নম্বরে। নয় নম্বরে থাকা শ্রীলঙ্কার রেটিং ২৩৫ পয়েন্ট। যথারীতি এক নম্বর র‍্যাংকিংয়ে থাকা ইংল্যান্ডের রেটিং ২৭৩, দুইয়ে ভারত ২৬১ পয়েন্ট নিয়ে। পাকিস্তান ২৫৭ রেটিং পয়েন্ট নিয়ে রয়েছে ৩ নম্বরে, নিউজিল্যান্ডের অবস্থান ২৫৭ পয়েন্ট নিয়ে চারে।

কিউইদের বিপক্ষে সিরিজের আরও ৩ ম্যাচ বাকি। এই তিন ম্যাচ জিতলে পাঁচ নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলবে টাইগাররা।

-ডিকে

Print Friendly, PDF & Email
FacebookTwitter