ডেঙ্গু ফিঃ ল্যাবএইড ও ইবনে সিনাকে জরিমানা

অনলাইনঃ

ডেঙ্গু টেস্টে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে রাজধানীর ল্যাবএইড ও ইবনে সিনা হাসপাতালকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (৩০ জুলাই) শুনানি শেষে প্রতিষ্ঠান দু’টিকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।

অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গুর চিকিৎসার জন্য বিভিন্ন টেস্টের ফি নির্ধারণ করে দিয়েছে। কিন্তু রাজধানীর বিভিন্ন বেসরকারি হাসপাতাল রোগিদের কাছ থেকে সরকার নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত টাকা আদায় করছে। বিভিন্ন হাসপাতালের বিরুদ্ধে গ্রাহক এ ধরনের ১৬টি অভিযোগ দিয়েছেন।

তিনি বলেন, ‘অভিযোগের শুনানি শেষে ল্যাবএইড হাসপাতালকে ৫০ হাজার টাকা ও ইবনে সিনা হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।’

এর আগে গতকাল সোমবার ৫০০ টাকায় ডেঙ্গু টেস্ট ১২০০ টাকা রাখার অপরাধে পপুলার হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিদপ্তর।

গত রবিবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গুর চিকিৎসার ফি নির্ধারণ করে দেয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী ডেঙ্গু রোগ নির্ণয়ের জন্য টেস্ট সমূহের মূল্য হবে:

ক) NS1- ৫০০/- (সর্বোচ্চ), পূর্বমূল্য ছিল ১২০০ – ২০০০/-
খ) IgM + IgE অথবা IgM/ IgE- ৫০০/- (সর্বোচ্চ), পূর্বমূল্য ছিল ৮০০ – ১৬০০/-
গ) CBC (RBC + WBC + Platelet + Hematocrit)- ৪০০/- (সর্বোচ্চ), পূর্বমূল্য ছিল ১০০০/-

স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়, এ মূল্য তালিকা রবিবার (২৮ জুলাই) থেকে কার্যকর হবে। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত এটি কার্যকর থাকবে।

-কেএম

Print Friendly, PDF & Email
FacebookTwitter