ঢাকার কোন এলাকায় কখন লোডশেডিং এর তালিকা প্রকাশ

ঢাকার কোন এলাকায় কখন লোডশেডিং এর তালিকা প্রকাশ

জাতীয় সম্পদঃ
বিদ্যুৎ সমস্যার সমাধানে মঙ্গলবার (১৯ জুলাই) থেকে এলাকা ভিত্তিক লোডশেডিংয়ে যাচ্ছে দেশ।

মঙ্গলবার রাজধানীর কোন এলাকায় কখন লোডশেডিং হবে তার তালিকা প্রকাশ করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)।

সোমবার (১৮ জুলাই) এ তালিকা প্রকাশ করা হয় ডিপিডিসির ওয়েবসাইটে।

লোডশেডিংয়ের তালিকায় লেখা রয়েছে, ব্লক কালো এরিয়া লোডশেডিং এর এরিয়া নির্দেশ করে।হালনাগাদর তথ্য জানার জন্য সময়ে সময়ে ডিপিডিসি’র ওয়েবসাইট ভিজিট করতে অনুরোধ করা হয়েছে।

লোডশেডিংয়ের তালিকা দেখতে এই লিংকে ক্লিক করুন https://dpdc.portal.gov.bd/site/page/d5768701-6e99-48eb-bd83-4b5f06b714d4

এর আগে সোমবার (১৮ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সভায় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানিবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী জানান, মঙ্গলবার (১৯ জুলাই) থেকে এলাকাভিত্তিক লোডশেডিংয়ে যাচ্ছে দেশ।

সভায় বলা হয়, বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য প্রতিটি মসজিদে নামাজ শেষে এসি বন্ধ, দোকানপাট ও মার্কেট রাত ৮টার পর বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

সরকারি-বেসরকারি অফিসের সভাগুলোও অনলাইনে পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গাড়িতে তেলের ব্যবহার কমাতে হবে। ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো বন্ধ রাখা হবে।

পেট্রোল পাম্পগুলো সপ্তাহে একদিন বন্ধ রাখা হবে এবং বিদ্যুতের ব্যবহার কমাতে হবে।

এ ছাড়া সরকারি-বেসরকারি অফিসের সময় এক থেকে দুই ঘণ্টা কমিয়ে আনার চিন্তাও করা হচ্ছে। তবে এখনও চূড়ান্ত হয়নি।

সভায় আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আহমেদ কায়কাউস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন।

-টিপু

Print Friendly, PDF & Email
FacebookTwitter