তাজমহল মসজিদে আর নামাজ পড়া যাবে না

অনলাইন ডেস্কঃ

মুঘল স্থাপত্যের অনন্য নিদর্শন ভারতে অবস্থিত তাজ মহলের মসজিদে নামাজ পড়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ (এএসআই) এর বরাতে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, এখন থেকে তাজমহলের মসজিদে শুক্রবার ছাড়া অন্যকোনো দিন দর্শনার্থীরা নামাজ পড়তে পারবেন না।

আর শুক্রবার যে নামাজ পড়া যাবে, তাতে শুধু স্থানীয়রাই অংশ নিতে পারবেন।

এএসআই বলছে, তাজমলের নিরাপত্তার স্বার্থে এর মসজিদে অভারতীয়রা শুক্রবারের নামাজ পড়তে পারবে না বলে গত জুলাইয়ে স্থানীয় প্রশাসন যে নিষেধাজ্ঞা জারি করেছিল, তা বহাল রেখেছেন সুপ্রিম কোর্ট। তারা সুপ্রিম কোর্টের রায় বাস্তবায়ন করেছে মাত্র।

যেহেতু শুক্রবার তাজমহল বন্ধ থাকে তাই স্থানীয়রা বিনা প্রবেশ ফি তে শুক্রবারের নামাজ পড়তে পারতেন। তবে নামাজ অবশ্যই দুপুর ২টার মধ্যে শেষ করতে হতো।

এ ছাড়া সপ্তাহের অন্যদিন টিকিট কেটে তাজমহল পরিদর্শনে আসা পর্যটকরা মসজিদ পরিদর্শন এবং নামাজ পড়তে পারতেন।

এদিকে নতুন আদেশের মাধ্যমে শুক্রবার ছাড়া অন্য দিনগুলোতে নামাজ পড়া বন্ধ করার ঘোষণায় স্বয়ং মসজিদের ইমাম ও কর্মকর্তারাও বিস্মিত হয়েছেন।

তাজমহলের এন্তেজামিয়া কমিটির সভাপতি সৈয়দ ইব্রাহিম হোসেন জাইদি সংবাদ মাধ্যমকে বলেন, দীর্ঘদিন মানুষ এখানে নামাজ আদায় করে আসছে। এটা বন্ধ করার কোনো কারণ দেখি না। তিনি শিগগিরই প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগের সঙ্গে কথা বলে বিষয়টি তুলে ধরবেন।

-পিকে

Print Friendly, PDF & Email
FacebookTwitter