তেহরানে ক্লিনিকে অগ্নিকাণ্ডে ১৯ জন নিহত

আন্তর্জাতিকঃ

ইরানের রাজধানী তেহরানে একটি ক্লিনিকে বিস্ফোরণের ফলে সৃষ্ট অগ্নিকাণ্ডে অন্তত ১৯ জন নিহত হয়েছেন।

এ ‍দুর্ঘটনায় আরো অন্তত ১৪ জন আহত হয়েছেন। গতকাল ৩০ জুন, মঙ্গলবার সন্ধ্যার দিকে ‘সিনা আতহার‘ নামের ওই ক্লিনিকে দুর্ঘটনাটি ঘটে।

তেহরান ফায়ার ব্রিগেডের মুখপাত্র জালাল মালেকি আজ ১ জুলাই, বুধবার সকালে হতাহতের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নিহতদের মধ্যে ১৫ জন নারী ও চারজন পুরুষ। খবর পার্স টুডে’র।

জালাল মালেকি বলেন, ‘গতকাল (মঙ্গলবার) সন্ধ্যার দিকে সিলিন্ডার বিস্ফোরণে আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে, তাৎক্ষণিকভাবে হতাহতদের সাহায্য করা সম্ভব হয়নি।’

তবে ফায়ার ব্রিগেডের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার পর আটকে পড়া ২০ ব্যক্তিকে উদ্ধার করতে সক্ষম হন বলে তিনি জানান।

দুর্ঘটনার সময় ক্লিনিকটির ভেতরে ২৫ জনেরও বেশি চিকিৎসক ও স্বাস্থকর্মী ছিল উল্লেখ করে তিনি আরো জানান, বেশ কয়েকঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছেন তারা। 

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা’র খবরে বলা হয়েছে, বিস্ফোরণে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী।

আহত ১৪ জনের মধ্যে সাত জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে এবং বাকি সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় পাঁচ তলা ক্লিনিকটির আন্ডারগ্রাউন্ডে অক্সিজেনের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে পুরো ভবনে ছড়িয়ে পড়ে আগুন। এতে ভবনটির একাংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

-কেএম

Print Friendly, PDF & Email
FacebookTwitter