দেশের ৬ খাতে শিশু শ্রমিক নিষিদ্ধ ঘোষণা

দেশের ৬ খাতে শিশু শ্রমিক নিষিদ্ধ ঘোষণা

কর্মসংস্থানঃ
দেশের ৬টি খাতকে আনুষ্ঠানিকভাবে শিশুশ্রম মুক্ত ঘোষণা করা হয়েছে। এ খাতগুলো হলো ট্যানারি, গ্লাস শিল্প, সিরামিক, জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ, রপ্তানিমুখী চামড়া শিল্প ও পাদুকা এবং রেশম শিল্প।

শিশু শ্রমমুক্ত ঘোষণা করার ক্ষেত্রে সরকার গঠিত জাতীয় মনিটরিং কোর কমিটি এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) সুপারিশের পরিপ্রেক্ষিতে আলোচ্য খাতগুলোর বিষয়ে এ ঘোষণা দেওয়া হয়।

বৃহস্পতিবার রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

এর আগে রপ্তানিমুখী তৈরি পোশাক এবং চিংড়ি প্রক্রিয়াজাতকরণ শিল্পে আনুষ্ঠানিকভাবে শিশু শ্রমমুক্ত হিসেবে ঘোষণা করে। সবমিলিয়ে দেশে এখন আটটি খাত শিশু শ্রমমুক্ত।

প্রতিমন্ত্রী বলেন, আলোচ্য ছয়টি খাতের সমিতির পক্ষ থেকে বলা হয়েছে, সেখানে শিশুশ্রম নেই। ডিআইএফই’র কর্মকর্তারা আকস্মিক অভিযানে গিয়েও সেখানে শিশুশ্রম পাননি।

অন্যদিকে কারখানা মালিকরাও কারখানাগুলো শিশু শ্রমমুক্ত রয়েছে এবং ভবিষ্যতে শিশুদের এ ধরণের শ্রমে নিয়োগ দেওয়া হবে বলে প্রত্যয়ন করেছেন।

-ডিকে

Print Friendly, PDF & Email
FacebookTwitter