ধানের শীষ প্রতীক নিয়ে ভোট করবে যে দলগুলো

অনলাইনঃ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জনপ্রিয় প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচন করবে বিএনপিসহ ১১টি রাজনৈতিক দল।

এ সংক্রান্ত তথ্য দিয়ে নির্বাচন কমিশনে দেয়া চিঠিতে ধানের শীষ প্রতীকে নির্বাচন করা ১১টি দলের নাম জানিয়েছে। তবে ওই তালিকায় জামায়াতের নাম নেই।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠিটি ইসি সচিব হেলালুদ্দীন আহমদের হাতে তুলে দেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।

ধানের শীষ প্রতীকে নির্বাচন করবে যে সব দল সেগুলো হল: বিএনপি, গণফোরাম (ড. কামাল হোসেন), এলডিপি (অলি আহমেদ), জেএসডি (আব্দুর রব), বিজেপি (পার্থ), কৃষক শ্রমিক জনতা লীগ (কাদের সিদ্দিকী), খেলাফত মজলিস, জাগপা, কল্যাণ পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

মোয়াজ্জেম হোসেন আলাল ইসি ভবনে সাংবাদিকদের এ ব্যাপারে বলেন, আমাদের জাতীয় ঐক্যফ্রন্টে নিবন্ধিত ৮টি দল ছিল। বিএনপির প্রতীক ধানের শীষে যারা নির্বাচন করবে। পরবর্তীতে সেখানে ১১টি দল হয়েছে। সে সম্পর্কিত একটি চিঠি ইসিকে আমরা আগেই দিয়েছিলাম। সেই চিঠিটি আবার দিয়ে পুনরায় মনে করিয়ে দিয়েছি। যাতে নির্বাচন কমিশন যে প্রচণ্ড কর্মযজ্ঞের মধ্যে আছেন কোন ধরনের ত্রুটির কারণে এ জিনিসটির মধ্যে যেন ভুল বোঝাবুঝি না হয়।

-আরবি

Print Friendly, PDF & Email
FacebookTwitter