নওগাঁর পত্নীতলায় মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন

নওগাঁর পত্নীতলায় মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন

সারাদেশঃ
আলহাজ্ব বুলবুল চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে মুজিব বর্ষের আহ্বান, লাগাই গাছ বাড়াই বন এই শ্লোগানকে সামনে রেখে সারা দেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচীর অংশ হিসেবে পত্নীতলায় সামাজিক বন বিভাগ, রাজশাহীর পাইকবান্দা রেঞ্জের আয়োজনে বৃক্ষের চারা রোপণ কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহষ্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর এলাকায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত চারা রোপণ কর্মসূচীর উদ্বোধন করেন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিটন সরকার, সহকারী কমিশনার ভূমি সানজিদা সুলতানা, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পরিমল কুমার চক্রবর্তী, সামাজিক বন বিভাগ, রাজশাহীর পাইকবান্দা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ফরহাদ জাহান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আব্দুল খালেক চৌধুরী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও পত্নীতলা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, ইউপি চেয়ারম্যান মোস্তফা শাহ চৌধুরী, পাইকবান্দা বীট কর্মকর্তা লক্ষন চন্দ্র ভৌমিক, নজিপুর বীট কর্মকর্তা শহীদুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তা, সূধীজন, সাংবাদিকবৃন্দ প্রমূখ।

এসময় উপজেলা চত্বর এলাকায় ফলদ বৃক্ষের চারা রোপণ শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনে সর্বমোট ২০হাজার ৩২৫টি বিভিন্ন জাতের ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়।

-শি

Print Friendly, PDF & Email
FacebookTwitter