পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে ৪ শ ট্রাকের জ্যাম

অনলাইন ডেস্কঃ

পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল ব্যাহত হওয়ার কারণে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। বুধবার সকাল পর্যন্ত উভয় ঘাটে ৪ শতাধিক পণ্যবাহী ট্রাক স্থবির অবস্থায় পারাপারের অপেক্ষায় রয়েছে।

অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ফেরিঘাট শাখার বাণিজ্য বিভাগের সহকারী জেনারেল ম্যানেজার জিল্লুর রহমান জানান, মাওয়া রুটে নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে।

এ রুটের বহু যানবাহন পাটুরিয়া হয়ে ফেরি পারের জন্য আসছে। ফলে, পাটুরিয়া রুটে বাড়তি যানবাহনের চাপ তৈরি হচ্ছে।

বিশেষ করে পণ্যবাহী ট্রাকের চাপ রয়েছে বেশি। তবে যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত ছোট গাড়ি অগ্রাধিকার ভিত্তিতে নৌরুট পারাপারে সুযোগ দেয়া হচ্ছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক আব্দুল্লাহ জানান, মধ্যরাত থেকে ঢাকামুখী যাত্রীবাহী বাস ও জরুরী পণ্যবাহী ট্রাকের চাপ ছিল বেশি। সেগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে নৌরুট পারাপার করায় ফেরিঘাট এলাকায় আটকা পড়েছে সাধারণ পণ্যবাহী ট্রাক।

-ডিকে

Print Friendly, PDF & Email
FacebookTwitter