পিকআপ-অটোরিকশা সংঘর্ষ, মা-মেয়েসহ নিহত ৩

পিকআপ-অটোরিকশা সংঘর্ষ, মা-মেয়েসহ নিহত ৩

সারাদেশঃ
টাঙ্গাইলের মধুপুরে পিকআপ-সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মা, মেয়েসহ তিনজন নিহত এবং আহত হয়েছেন আরও পাঁচজন।

শুক্রবার (৭ জানুয়ারি) সকাল ৭টার দিকে টাঙ্গাইল-জামালপুর সড়কের মধুপুর পৌর এলাকার কাইতকাই রূপালী ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন— জামালপুর জেলার দেওয়ানগঞ্জের সাইদুর রহমানের স্ত্রী শারমিন (৩১), মেয়ে সোহাগী (৩) এবং শেরপুরের শ্রীবরদীর বড়বাড়ীর মিনার হোসেনের ছেলে রাসেল (২২)।

সিএনজিচালিত অটোরিকশার যাত্রী আহত আবু জাফর বলেন, সকাল ৭টার দিকে যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশা মধুপুর বাসস্ট্যান্ড থেকে জামালপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। রূপালী ফিলিং স্টেশনের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতবেগে আসা পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। অটোরিকশাটি রাস্তা থেকে খাদে ভুট্টাক্ষেতে পড়ে যায় এবং রাস্তায় উল্টে যায় পিকআপভ্যান।

শিশু সোহাগী ও রাসেলকে মৃত ঘোষণা করেন স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হাসান।

তিনি জানান, আহতদের মধ্যে শারমিন ও রাহেনা (৫৫) নামে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করার সময়ই নিহত সোহাগীর মা শারমিনের মৃত্যু হয়। চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মধুপুর থানার ওসি তারিক কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পিকআপভ্যান ও সিএনজি পুলিশি হেফাজতে আছে। মামলার প্রক্রিয়া চলছে।

-টিপু

Print Friendly, PDF & Email
FacebookTwitter