পি কে হালদারের ৩৩ সহযোগীর বিরুদ্ধে পাঁচ মামলা

আইন আদালতঃ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব ড. মু আনোয়ার হোসেন হাওলাদার বলেছেন, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পি কে হালদারের ৩৩ সহযোগীর বিরুদ্ধে পাঁচ মামলা করা হয়েছে।

সোমবার (২৫ জানুয়ারি) সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

দুদক সচিব বলেন, রোববার (২৪ জানুয়ারি) পি কে হালদারের দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।

এরপর রোববার একটি এবং সোমবার আরও চারটিসহ মোট পাঁচটি মামলা করা হয়েছে। এসব মামলায় ৩৩ জনকে আসামি করা হয়।

তিনি আরও বলেন, মামলায় অভিযোগ করা হয় ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন কোম্পানি থেকে এ সব ব্যক্তি মোট ৩৫০ কোটি ৯৯ লাখ টাকা অবৈধভাবে আত্মসাৎ করেছেন।

-বি

Print Friendly, PDF & Email
FacebookTwitter