প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত মাশরাফীর

তিন ম্যাচ ওয়ানডে সিরিজে

স্পোর্টসঃ
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন স্বাগতিক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

১ মার্চ, রবিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেটে স্টেডিয়ামে এই ম্যাচ শুরু হয়।

এর আগে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের একমাত্র টেস্টে জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারায় বাংলাদেশ। একই পারফরম্যান্স ওয়ানডেতেও দেখাতে চায় লাল-সবুজের এই দল।

ওয়ানডেতে বাংলাদেশ শেষ জয়লাভ করেছিল ২০১৯ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে। এরপর টানা পাঁচ ম্যাচ হার। তাই টাইগারদের লক্ষ্য হবে জিম্বাবুয়েকে হারানো।

সাত মাস পর ওয়ানডে খেলতে নামা বাংলাদেশ দলের অধিনায়কত্ব করছেন মাশরাফি। সেই বিশ্বকাপের পর খেলায় ফিরছেন ‘লড়াইল এক্সপ্রেস’।

বাংলাদেশ একাদশ :

তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, মাশরাফি বিন মোর্ত্তুজা (অধিনায়ক) ও মুস্তাফিজুর রহমান

জিম্বাবুয়ে একাদশ :

চামু চিবাবা (অধিনায়ক), টিনাশে কামুনহুকামউই, ব্রেন্ডন টেইলর, সিকান্দার রাজা, ওয়েসলি মাধেভেরে, রেজিস চাকাভা, রিচমন্ড মুতুমবামি, টিনোটেন্ডা মাটুমবডজি, ডনাল্ড টিরিপানো, ক্রিস এমপোফু, কার্ল মুম্বা।

-ডিকে

Print Friendly, PDF & Email
FacebookTwitter