প্রথম করোনা টিকা নিলেন ৯০ বছর বয়সী নারী

প্রথম করোনা টিকা নিলেন ৯০ বছর বয়সী নারী

করোনা সংবাদঃ
উত্তর আয়ারল্যান্ডের ৯০ বছর বয়সী এক নারীকে ফাইজার-বায়োএনটেকের উদ্ভাবিত করোনার টিকা দেয়া হয়েছে। এর মাধ্যমে বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্যে এই টিকাদান কর্মসূচি শুরু হলো।

আজ ৮ ডিসেম্বর, মঙ্গলবার কোভেন্টির ইউনিভার্সিটি হাসপাতালে মার্গারেট কিনান নামের ওই নারীকে করোনাভাইরাসের প্রথম টিকা দেয়া হয় বলে সংবাদে জানিয়েছে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি)।

স্থানীয় সময় সকাল সাড়ে ছয়টার সময় ওই নারীকে টিকাটি দেন একজন নার্স। বয়স্ক হিসেবে অগ্রাধিকারমূলকভাবে টিকাটি গ্রহণ করেন তিনি।

এই টিকাদানের মাধ্যদিয়ে প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারী নিয়ন্ত্রণে যুগান্তকারী সাফল্যের আশা করছে যুক্তরাজ্য। টিকাগ্রহণকারীদের প্রত্যেককে একটি আইডি কার্ড দেওয়া হবে।

টিকা পাওয়ার ক্ষেত্রে যুক্তরাজ্যের স্বাস্থ্যকর্মী, প্রবীণ ও কেয়ারহোমের কর্মীদের অগ্রাধিকার দেয়া হচ্ছে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার ১০ মাসেরও কম সময়ের মধ্যে এর টিকা আবিষ্কারের পর তা মানবদেহে ব্যবহারোপযোগী করার অভূতপূর্ব সাফল্য দেখিয়েছে ফাইজার-বায়োএনটেক।

-কেএম

Print Friendly, PDF & Email
FacebookTwitter