প্রধানমন্ত্রীকে সংবর্ধনায় ১০ লাখ মুসল্লি!

অনলাইন ডেস্কঃ

জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাকায় সংবর্ধনা দেবে ১০ লাখেরও বেশি মানুষ।

শনিবার শোকরানা মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানের প্রস্তুতি পরিদর্শন শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

রোববার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ সংবর্ধনার আয়োজন করেছে হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীর নেতৃত্বাধীন আল-হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ।

ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, কওমি মাদ্রাসার জন্য নজিরবিহীন ভূমিকা রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যা এর আগে কেউই করেননি। আমরা প্রধানমন্ত্রীকে শুকরিয়া জানাতেই একত্রিত হবো।

আগে হেফাজতে ইসলাম সরকারের বিরুদ্ধে ছিল সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হেফাজতে ইসলাম সরকারের বিরুদ্ধে ছিল না। হেফাজতে ইসলাম শাপলা চত্বরে অবস্থান নিয়ে সরকারের কাছে দাবি উপস্থাপন করেছিল। এখন প্রধানমন্ত্রী তাদের একটি বড় কাজ করে দিয়েছেন। তিনি কওমি মাদ্রাসার স্বীকৃতি প্রদান করেছেন। এ আইন পাস করানো নজিরবিহীন।

এ সমাবেশ নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা এমন প্রশ্নের জবাবে মাওলানা মাসঊদ বলেন, এটি নির্বাচনী সমাবেশ নয়। এটি শোকরানা মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠান।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষা বোর্ডের সহসভাপতি মাওলানা ইয়াহিয়া মাহমুদ, মহাসচিব মুফতি মুহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী, বাংলাদেশ জমিয়তুল উলামার মহাসচিব মাওলানা আবদুর রহীম কাসেমী, অভিভাবক পরিষদ সদস্য মাওলানা আইয়ুব আনসারী, ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা সদরুদ্দীন মাকনুন, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা মাসউদুল কাদির প্রমুখ।

-বিকে

Print Friendly, PDF & Email
FacebookTwitter