প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর ফোন

কূটনৈতিক সংবাদঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। করোনা মহামারী মোকাবিলায় বাংলাদেশকে ৩২৯ মিলিয়ন মার্কিন ডলার আর্থিক সহায়তা দেয়ার কথা জানান তিনি।

এ সময় দেশের রোহিঙ্গা পরিস্থিতির বিষয়ে জাপানের প্রধানমন্ত্রীকে অবহিত করেন শেখ হাসিনা।

০৫ আগস্ট, বুধবার দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে এই ফোনালাপ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এই তথ্য নিশ্চিত করেন।

এ বিষয়ে ইহসানুল করিম জানান, বাংলাদেশকে এই সহায়তা সংক্রান্ত একটি বিল ইতোমধ্যে জাপানি পার্লামেন্টে অনুমোদন পেয়েছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানান জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। এ সময় দুই দেশের প্রধানমন্ত্রী করোনা মহামারী, দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা এবং জাপানি সহায়তা বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্প নিয়েও কথা বলেন।

তিনি আরো বলেন, এ সময় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করারও তাগিদ দেন শেখ হাসিনা। এছাড়াও বর্তমান রোহিঙ্গা পরিস্থিতি জাপানের প্রধানমন্ত্রীকে অবহিত করেন তিনি।

এর জাবাবে, রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়ে মিয়ানমারের নেতাদের সঙ্গে কথা বলবেন বলে শিনজো আবে জানিয়েছেন বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রীর এই প্রেস সচিব।

-কেএম

Print Friendly, PDF & Email
FacebookTwitter