প্রাথমিকের সহকারী শিক্ষকেরা ১৩তম গ্রেডে উন্নীত

শিক্ষাঃ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা উন্নীত হলেন জাতীয় বেতন কাঠামোর ১৩তম গ্রেডে।

১২ অক্টোবর, সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে এ আদেশ জারি করে। এর আগে প্রাথমিক সহকারী শিক্ষকদের বেতন গ্রেড-১৪ (প্রশিক্ষণপ্রাপ্ত) এবং বেতন গ্রেড-১৫ (প্রশিক্ষণবিহীন) এর অধীনে ছিলো।

ওই আদেশে বলা হয়, অর্থ বিভাগের সম্মতিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১৩তম গ্রেডে উন্নীত করা হয়। মাঠ পর্যায়ে সরকারের এ সিদ্ধান্ত বেশ প্রশংসিত হয়।

আরো বলা হয়, ২০১৯ সালের পূর্বের নিয়োগ বিধির আওতায় যারা নিয়োগ পেয়েছেন তারা ওই নিয়োগ বিধিতে যে শিক্ষাগত যোগ্যতা নির্ধারিত ছিলো সে অনুযায়ী নিয়োগ পেয়েছেন। ওই সব শিক্ষকদের দীর্ঘ দিনের অভিজ্ঞতা রয়েছে।

কাজেই বিধিমালার আওতায় নিয়োগপ্রাপ্ত সব সহকারী শিক্ষক অর্থ বিভাগের সম্মতিপত্রের ১ নম্বর শর্তে উল্লিখিত যোগ্যতা/অভিজ্ঞতা অনুযায়ী বেতন গ্রেড-১৩ পেতে পারেন বলে গণশিক্ষা মন্ত্রণালয় মনে করে।

-বি

Print Friendly, PDF & Email
FacebookTwitter