প্রয়োজনে আহতদের বিদেশে পাঠানো হবেঃ প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্কঃ

ধানমণ্ডির জিগাতলায় আওয়ামী লীগের কার্যালয়ে দুর্বৃত্তদের হামলায় আহত দলের কর্মীদের দেখতে হাসপাতালে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার বিকেলে আগারগাঁওয়ের চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে যান প্রধানমন্ত্রী। হাসপাতালে দুর্বৃত্তদের হামলায় এক চোখ নষ্ট হয়ে যাওয়া সেচ্ছাসেবক লীগের নেতা আরাফাতুল ইসলাম বাপ্পিসহ চারজনের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন প্রধানমন্ত্রী।

এসময় প্রধানমন্ত্রী আহতদের প্রয়োজনে বিদেশে পাঠানোর পরামর্শ দেন।

এ সময় দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. রুহুল হক, দলের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম ও ডা. হাবিবে মিল্লাত উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শনিবার নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের কর্মসূচি চলাকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে হামলা সংঘর্ষ-ধাওয়া পাল্টা ধাওয়ায় ১৭ জন নেতাকর্মী আহত হন।

-আরবি

Print Friendly, PDF & Email
FacebookTwitter