ফিরলেন ৭৩ প্রবাসী, ঢাকা ছাড়লেন ২৬৯ মার্কিনী

ফিরলেন ৭৩ প্রবাসী, ঢাকা ছাড়লেন ২৬৯ মার্কিনী

অনলাইনঃ

যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন ৭৩ জন প্রবাসী। এদের মধ্যে ৬৪ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হলেও ব্রিটিশ পাসপোর্টধারী ৯ জনকে পাঠানো হয়েছে আশকোনা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে।

একই সাথে আজ বিশেষ ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন ২৬৯ মার্কিন নাগরিক।

জানা গেছে, ৩০ মার্চ, সোমবার সকাল এগারোটায় লন্ডন থেকে ৬০ যাত্রী নিয়ে ঢাকায় আসে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। এরপর দুপুরে আরো ১৩ যাত্রী নিয়ে ঢাকা অবতরণ করে ম্যানচেস্টার ফেরত আরেকটা বিমান।

অনদিকে সাতটি কুকুরসহ ২৬৯ জন মার্কিন নাগরিক সোমবার সন্ধ্যায় ঢাকা ছাড়েন।

বিমানবন্দরের নিরাপত্তা পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল আহসান জানান, কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

এদিকে, সোমবার বাংলাদেশে নতুন করে একজন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় এ রোগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৯ জনে।

এর মধ্যে পাঁচজন মারা গেছেন এবং ১৯ জন সুস্থ হয়েছেন। বর্তমানে ২৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

অপরদিকে, যুক্তরাষ্ট্রে ১ লাখ ৪০ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, দেশটিতে রবিবার সন্ধ্যা পর্যন্ত ২ হাজার ৪৯৩ জনের মৃত্যু হয়েছে।

-কেকে

Print Friendly, PDF & Email
FacebookTwitter