ফ্লাইওভারের গার্ডার পড়ে শিশুসহ নিহত ৩

অনলাইনঃ
রাজধানীর উত্তরায় প্রাইভেটকারেরে ওপর নির্মাণাধীন বিআরটি ফ্লাইওভারের গার্ডার পড়ে শিশুসহ তিনজন নিহত হয়েছেন।

এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাদের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার (১৫ আগস্ট) বিকেলে উত্তরা জসীম উদ্দীন এলাকার আড়ংয়ের সামনে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসীন।

হতাহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছে পুলিশ।

উত্তরা পশ্চিম থানার ওসি বলেন, বিকেলে নির্মাণাধীন বিআরটির একটি গার্ডার ক্রেন থেকে ছিটকে পড়ে যায়। এ সময় গার্ডাটি রাস্তার ওপর থাকা একটি প্রাইভেটকারের ওপর পড়ে। এতে ওই প্রাইভেট কার দুমড়েমুচড়ে যায়। উদ্ধার কাজ চলমান।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের গার্ডার ক্রেন দিয়ে ওপরে ওঠানোর সময় নিচে থাকা গাড়ির ওপর পড়ে।

এদিকে দুর্ঘটনার পর উত্তরা এলাকায় যান চলাচল বন্ধ থাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। যানজট নিরসন ও দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি সরিয়ে নিতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

-আরপি

Print Friendly, PDF & Email
FacebookTwitter