বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

সারাদেশঃ
ঘন কুয়াশার কারণে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে প্রায় ২০ কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত কয়েক দফায় টোল আদায় বন্ধ রাখায় এ যানজটের সৃষ্টি হয়।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থেকে এলেঙ্গা পর্যন্ত এ তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে শীতে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে যাত্রীদের।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ জানায়, ঘন কুয়াশার কারণে সেতুর ওপর দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা থেকে বেশ কয়েকবার টোল আদায় বন্ধ রাখা হয়। এ জন্য কয়েক ঘণ্টা সেতুর ওপর দিয়ে যান চলাচল করতে পারেনি। তাই সেতুর দুই পাড়ে যানবাহন আটকা পড়ে গাড়ির দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে।

সেতুতে টোল আদায় শুরু হলেও মাত্রাতিরিক্ত গাড়ির কারণে ধীরগতিতে যান চলাচল করছে বলে জানান তিনি।

-ডিকে

Print Friendly, PDF & Email
FacebookTwitter