ডেস্ক রিপোর্টঃ
গুলিস্তানের বঙ্গবাজারে লাগা আগুন পাশের এনেক্সকো টাওয়ারে আগুন ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সোমবার (৪ এপ্রিল) সকালে শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিট যোগ দিয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বিমান বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর ফায়ার ফাইটার টিমও।

বঙ্গবাজারে আগুন লাগার পরপরই এনেক্স মার্কেট থেকে ব্যবসায়ীরা মালামাল সরিয়ে নেওয়া শুরু করেন।

তবে ধোঁয়ার কারণে ভবনের ভেতর অন্ধকারে ছেয়ে যায়।

এ কারণে মালামাল সরাতে বেগ পেতে হচ্ছে। ইতোমধ্যে এই ভবনেও আগুন ছড়িয়ে পড়েছে। ভবনটির একদম ওপড়ের দিকে আগুন ছড়িয়ে পড়েছে।

এনেক্স টাওয়ারে ব্যবসায়ী সাইফুল ইসলাম জানান, ঈদ সামনে রেখে ব্যবসায়ীরা দোকানে প্রচুর মাল উঠিয়েছেন।

সোমবার রাতে আমার একটি বড় চালান এসছে। এখন আল্লাহই ভালো জানেন মালগুলো সরাতে পারবো কি না।

এদিকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ঢাকার সব ইউনিটকে ডাকা হয়েছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, প্রয়োজন হলে ফায়ার সার্ভিসের ঢাকার সব ইউনিট একত্রে কাজ করবে, না হলে ফেরত চলে আসবে।

এর আগে, সকাল ৬টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আর ৬টা ১২ মিনিটে তারা ঘটনাস্থলে পৌঁছায়।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া হততের কোনো খবরও পাওয়া যায়নি।

তবে জানা গেছে, বঙ্গবাজার মার্কেটের দোতলা থেকে আগুনের সূত্রপাত। ব্যবসায়ীরা বলছেন, ঈদের আগে এতো বড় ধরনের অগ্নিকাণ্ড তাদের পথে নামিয়ে দিয়েছে।

-জেএফ

Print Friendly, PDF & Email
FacebookTwitter