ববি হাজ্জাজের নতুন জোটের আত্নপ্রকাশ

অনলাইনঃ

‘গণঐক্য নামে নতুন রাজনৈতিক জোটের ঘোষণা দিয়েছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ।

আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। দুটি দল নিয়ে গঠিত হয়েছে নতুন এই জোট। এনডিএমের সঙ্গে জোটে শরিক দল হিসেবে রয়েছে বাংলাদেশ মুসলিম লীগ।

ববি হাজ্জাজ বলেন, জনগণের প্রত্যাশা পূরণ, ইসলামিক আদর্শে প্রতিষ্ঠিত মর্যাদাভিত্তিক সমাজ ও তারুণ্যের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করতে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আজ প্রয়োজন বাংলাদেশি জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সব রাজনৈতিক দলগুলোর একত্রিত হওয়ার। সে লক্ষ্য নিয়েই যাত্রা শুরু করছে গণঐক্য। জোটের নির্বাচনী প্রতীক হবে হারিকেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা সরকার গঠন করার মত প্রয়োজনীয় সংখ্যক প্রার্থীর মনোনয়ন দেব।

মুসলিম লীগ নির্বাচন কমিশনে নিবন্ধিত দল জানিয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শতাধিক আসনে প্রার্থী দিবে গণঐক্য জোট। এরইমধ্যে জোটের মনোনয়ন চূড়ান্ত হয়েছে বলেও জানান এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ।

ববি হাজ্জাজ বলেন, দেশের রাজনীতিতে এখন ক্রান্তিকাল চলছে, জনগণের ভোটের অধিকার ও নিরাপদ জীবন নিশ্চিত করতে কাজ করবে তাদের জোট।

-পিকে

Print Friendly, PDF & Email
FacebookTwitter