বহুল প্রত্যাশিত নির্বাচন কমিশন গঠিত

বহুল প্রত্যাশিত নির্বাচন কমিশন গঠিত

জাতীয়ঃ
কাজী হাবিবুল আউয়ালকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। অপর চার নির্বাচন কমিশনার হলেন– বেগম রাশিদা সুলতানা, আহসান হাবীব খান, মো. আলমগীর ও আনিছুর রহমান।

শনিবার বিকেলে এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়েছে। পেশাগত জীবনে তিনি একজন সাবেক সিনিয়র সচিব ছিলেন।

প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগের লক্ষ্যে ১০ জনের নাম সুপারিশের জন্য গত ৫ ফেব্রুয়ারি ৬ সদস্যের সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে এর প্রধান করা হয়।

-টিপু

Print Friendly, PDF & Email
FacebookTwitter