বিএনপির ৩ নেতা নির্বাচনে কেন নাই

অনলাইনঃ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার জন্য মনোনয়নপত্র জমা দেননি আবদুল আউয়াল মিন্টু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও হাবিব-উন-নবী খান সোহেল।

মনোনয়নপত্র জমা না দেয়ার ব্যাপারে একটি ব্যাখ্যা দিয়েছেন আবদুল আউয়াল মিন্টু। বলেছেন, বর্তমান পরিস্থিতিতে নির্বাচনে অংশগ্রহণের চেয়ে দলের বৃহত্তর স্বার্থে নির্বাচন পরিচালনাকে গুরুত্বপূর্ণ বিবেচনা করে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।

ফেনী-১ আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিকল্প হিসেবে দলের মনোনয়ন দেয়া হয় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুকে।

এই আসন থেকে যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি রফিকুল ইসলাম মজনুকেওমনোনয়ন দেয়া হয়। আবদুল আউয়াল মিন্টু বলেন, আমার কখনোই নির্বাচন করার সখ ছিলো না। পরিবারের মধ্যে আমার বাবা-ভাই নির্বাচন করেছেন। অতীতে আমি কখনো নির্বাচনে অংশ নেইনি।

-আরবি

Print Friendly, PDF & Email
FacebookTwitter