বিকাশের পিন না পেয়ে বন্ধুকে খুন, আটক ৩

সারাদেশঃ

বাগেরহাটের মোরেলগঞ্জে চা দোকানি আবু হানিফ ফকিরকে (২৩) হত্যার ঘটনার সাথে জড়িত সন্দেহে ৩ যুবককে আটক করেছে পুলিশ।

এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো দা উদ্ধার করা হয়।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে। 

এর আগে নিহতের মা আকলিমা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। আটক যুবকরা হচ্ছে, ভাটখালী গ্রামের তারিকুল সরদার (২১), বাদল শেখ(৩১) ও সাকিব শেখ (২৫)। তাদের মোবাইল ফোনে বিকাশ একাউন্টের পিন নম্বর না দেওয়ায় আবু হানিফকে কুপিয়ে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ।

নিহতের মা আকলিমা বেগম জানান, পূর্ব খারইখালী গ্রামের আবু হানিফের বিকাশ একাউন্টের এক লাখ টাকা হাতিয়ে নেওয়ার জন্য বুধবার দিবাগত রাত ১১টার দিকে তাকে কৌশলে ডেকে নেয় পরিচিত বন্ধুরা। তারা প্রথমে মোবাইল ফোনটি কেড়ে নেয়। পরে পিন কোড না বলায় আবু হানিফকে কুপিয়ে হত্যা করে লাশ খালে ফেলে দেয়।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, মোবাইল ফোন থেকে টাকা নিতে ব্যর্থ হয়েই আবু হানিফকে দুর্বৃত্তরা হত্যা করে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। আলামত উদ্ধার হয়েছে। তবে আবু হানিফের মোবাইল ফোনটি এখনো উদ্ধার করা যায়নি।

-কেএম

Print Friendly, PDF & Email
FacebookTwitter