বিশ্বে মৃত্যুর সংখ্যা বেড়ে ৪৩ লাখ ১৬ হাজার ৫ জনে

বিশ্বে মৃত্যুর সংখ্যা বেড়ে ৪৩ লাখ ১৬ হাজার ৫ জনে

করোনা সংবাদঃ
সারাবিশ্বে মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন ২০ কোটি ৪১ লাখ ২৬ হাজার ৯৯৭ জন।

আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যুর সংখ্যা বেড়ে ৪৩ লাখ ১৬ হাজার ৫ জনে। এর মধ্যে সুস্থ হয়েছে ১৮ কোটি ৩৩ লাখ ১৮ হাজার ১৩ জন।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে মঙ্গলবার (১০ আগস্ট) সকালে এই তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৬৭ লাখ ৮০ হাজার ৪৮০ জন আর ৬ লাখ ৩৩ হাজার ৭৯৯ জন মারা গেছেন।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ১৯ লাখ ৯৭ হাজার ১৭ জন এবং মারা গেছেন ৪ লাখ ২৮ হাজার ৭১৫ জন।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী ২ কোটি ১৭ লাখ ৮১ হাজার ১৪৩ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ৬৩ হাজার ৭০৭ জনের।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Print Friendly, PDF & Email
FacebookTwitter