বিশ্ব তায়কোয়ান্ডোতে রাবি শিক্ষার্থীর রৌপ্য জয়

রাবি প্রতিনিধি:

‘ওর্য়াল্ড ইউনিভার্সিটি তায়কোয়ান্ডো ফেস্টিভাল ২০১৮’ তে অংশগ্রহণ করে রৌপ্য পদক অর্জন করেছে রাজশাহী বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী রিদওয়ান তাসকিন রাতুল।

বুধবার কোরিয়ার মুজুতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ৬৮ কেজি ওজন শ্রেণিতে রৌপ্য পদক অর্জন করেন তিনি। রাতুল বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের শিক্ষার্থী।

সূত্রে জানা যায়, গত রবিবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষে দুই সদস্যের প্রতিনিধি দল কোরিয়ায় যায়। প্রতিনিধি দলের সদস্য খেলোয়াড় রাতুলের সাথে ছিলেন কোচ শরীরচর্চা শিক্ষা বিভাগের সহকারী পরিচালক কামরুজ্জামান চঞ্চল।

প্রতিযোগীতায় পুমসে এবং +৬৮ কেজি ওজন শ্রেণিতে তাসকিন লড়েন। তায়কোয়ান্ডো প্রমোশন ফাউন্ডেশন আয়োজিত এই প্রতিযোগিতা ৪ থেকে ৮ নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত চলে।

-এসএম

Print Friendly, PDF & Email
FacebookTwitter