বিসিএস বিশেষ প্রস্তুতি -৫ :

১। হাজার হ্রদের দেশ কোনটি ?

ক) ফিনল্যান্ড

খ) নরওয়ে

২। হারারে’র পূর্ব নাম কি ?

ক) সলসব্যারী  

খ) জিবুতি

৩। কবে ফরাসী বিপ্লব সংঘঠিত হয় ?

ক) ১৭৯৫

খ) ১৭৮৯

৪। কার্ল মার্কস কোন দেশে মৃত্যুবরণ করেন ?

ক) যুক্তরাজ্য

খ) জার্মানি

৫। আফগানিস্তানের শেষ বাদশাহ কে ছিলেন ?

ক) নাদির শাহ

খ) জহির শাহ

৬। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি দান করে ?

ক) ইরান

খ) আলজেরিয়া

৭। ‘লাইন অব কন্ট্রোল’ কোন দুটি রাষ্ট্রের সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে ?

ক) ভারত ও পাকিস্তান

খ) চীন ও তাইওয়ান

৮। মধ্য আমেরিকার কোন দেশে স্থায়ী সেনাবাহিনী নেই ?

ক) কোস্টারিকা

খ) কলাম্বিয়া

৯। পৃথিবীর সর্বাপেক্ষা বেশি গম উৎপাদনকারী দেশ কোনটি ?

ক) কানাডা

খ) চীন

১০। কোনটি অর্ধপরিবাহী নয় ?

ক) লোহা

খ) সিলিকন

১১। ভারী পানি( heavy water)- এর সংকেত হচ্ছে-

ক) D2O

খ) 2H2O

১২। কাজ ও বলের একক যথাক্রমে –

ক)  ওয়াট ও পাউন্ড

খ) জুল ও ডাইন

১৩। এপিকালচার বলতে বুঝায়-

ক) রেশমের চাষ

খ) মৌমাছির চাষ

১৪। বিগ ব্যাং ( Big Bang) তত্ত্বের আধুনিক তত্ত্ব – ব্যাখ্যা উপস্থাপন করছেন-

ক) এডুইন হাবল

খ) স্টিফিন হকিং

১৫। বায়ুমণ্ডলে যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়-

ক) আয়োনোস্ফিয়ার

খ) ওজোন স্তর

সঠিক উত্তর- ১-ক, ২-ক, ৩-খ, ৪-ক, ৫-খ, ৬-খ, ৭-ক, ৮-ক, ৯-খ, ১০-ক, ১১-ক, ১২-খ, ১৩-খ, ১৪-খ, ১৫-ক

Print Friendly, PDF & Email
FacebookTwitter