বিসিএস বিশেষ প্রস্তুতি – ২ :

১। Anatomy শব্দের অর্থ-

ক) স্নায়ুতন্ত্র      

খ) শারীরবিদ্যা

২। কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন ?

ক) কাহ্ন পা     

খ) ভুসুকু পা

৩। ‘আফতাব’ শব্দের সমার্থ কোনটি ?

ক) অর্ক           

খ) রাতুল

৪। বাগাড়ম্বর শব্দের সন্ধি – বিচ্ছেদ-

ক) বাক্‌ + অম্বর          

খ)বাক্‌+ আড়ম্বর

৫। ‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভাল হয়ে চলি’- এই চরণদ্বয়ের লেখক-

ক)মদনমোহন তর্কালঙ্কার       

খ)কুসুমকুমারী দাস

৬। ‘ঠাকুরমার ঝুলি’ কী জাতীয় রচনার সংকলন ?

ক) রূপকথা

খ) রূপকথা-উপকথা

৭। বাংলা ভাষার ছন্দ প্রধানত কত প্রকার ?

ক)৩

খ) ৪

৮।‘কাঁঠাল পাড়ায়’ জন্ম গ্রহণ করেন কোন লেখক ?

ক)শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

৯। নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি ?

ক) চ

খ) ঠ

১০। ‘অপ’ কী ধরণের উপসর্গ ?

ক) সংস্কৃত

খ) মিশ্র

১১। নিচের কোনটি মীর মশাররফ হোসেনের জন্ম-মৃত্যু সাল ?

ক) ১৮৫২-১৯১২

খ) ১৮৪৭-১৯১১

১২। রবীন্দ্রনাথের ‘সোনার তরী’ কবিতা কোন ছন্দে রচিত ?

ক) মাত্রাবৃত্ত

খ) স্বরবৃত্ত

১৩। সাহচর্য শব্দের শুদ্ধ গঠন কোনটি ?

ক) সহ+ চর+ র্য

খ) সহচর+ য

১৪। ‘পূর্বাশা’ পত্রিকার সম্পাদক ছিলেন ?

ক) কামিনী রায়

খ) সঞ্জয় ভট্টাচার্য

১৫। সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম ?

ক) টেকনাফ

খ) পটুয়াখালী

১৬। ৬-দফা দাবি কোথায় উত্থাপিত হয় ?

ক) ঢাকা

খ) লাহোর

১৭। দেশের প্রথম ঔষধ পার্ক কোথায় স্থাপিত হচ্ছে ?

ক) গজারিয়া

খ) ভালুকা

১৮। অ্যালুমিনিয়াম সালফেটকে  চলিত বাংলায় কী বলে ?

ক) কস্টিক সোডা

খ) ফিটকিরি

১৯। ফল পাকানোর জন্য দায়ী কী ?

ক) ইথিলিন

খ) লাইকোপেন

২০। কোন মাধ্যমে শব্দের গতি সর্বাপেক্ষা কম ?

ক) বায়বীয় পদার্থে

খ) শুন্যতায়

সঠিক উত্তর : ১(খ), ২(খ), ৩(ক), ৪(খ), ৫(ক), ৬(ক), ৭(ক), ৮(খ), ৯(ক), ১০(ক), ১১(খ), ১২(ক), ১৩(খ), ১৪(খ), ১৫(খ), ১৬(খ) ১৭(ক), ১৮(খ), ১৯(ক), ২০(ক) ।

চোখ রাখুন আগামীকালের পর্বে…….

-জেডএইচ

Print Friendly, PDF & Email
FacebookTwitter