ব্যারিস্টার মইনুল গ্রেফতার

অনলাইন ডেস্কঃ

রংপুরের একটি মামলায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২২ অক্টোবর) রাত ৯টা ৪৬ মিনিটে রাজধানীর উত্তরায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)র সভাপতি আ স ম আবদুর রবের বাসা থেকে বের হওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর গোয়ন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম জানান, রংপুরের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মইনুল হোসেনকে ডিবি অফিসে আনা হচ্ছে।

পুলিশের সূত্রে জানা গেছে, সন্ধ্যা থেকে পুলিশ ও গোয়েন্দা পুলিশ আ স ম রবের বাসা ঘিরে রাখে। ভেতরে মইনুল ইসলাম অবস্থান করছিলেন। তাঁকে পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তারের বিষয়টি জানিয়ে মুঠোফোনে খুদে বার্তা পাঠানো হয়। কিছুক্ষণ পর মইনুল হোসেন ওই বাড়ি থেকে বেরিয়ে এলে তাঁকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, সাংবাদিক মাসুদা ভাট্টিকে চরিত্রহীন বলায় ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে ঢাকাসহ দেশের বেশ কয়েকটি এলাকায় মানহানির মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যে কয়েকটিতে তিনি উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন।

Print Friendly, PDF & Email
FacebookTwitter