ব্রিটেনের কনজারভেটিভ পার্টি থেকে ৩ এমপি’র পদত্যাগ

আন্তর্জাতিকঃ
ব্রিটেনে এবার শাসক দল কনজারভেটিভ পার্টি থেকে তিনজন সংসদ সদস্য পদত্যাগ করেছেন। তারা স্বাধীন গ্রুপ হিসেবে সংসদে অবস্থান করবেন বলে জানিয়েছেন।

প্রধানমন্ত্রী থেরেসা মে ব্রেক্সিটের বিষয়টি ঠিকমত সামলাতে পারছেন না বলে অভিযোগ তুলে পদত্যাগ করেন এই আইন প্রণেতারা। ফলশ্রুতিতে বুধবার তারা পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগ করা সংসদ সদস্যরা হলেন, আন্না সৌবরি, হেইডি এলেন এবং সারাহ ওলাসটন। ইউরোপীয় ইউনিয়নের(ইইউ) পক্ষে অবস্থান করা এই আইন প্রণেতারা ব্রিটিশ প্রধানমন্ত্রীর ব্রেক্সিট(ইইউ থেকে বিচ্ছেদ) কৌশল নিয়ে দীর্ঘদিন ধরেই সমালোচনা করে আসছেন।

উল্লেখ্য, চলতি সপ্তাহেই ব্রিটেনের প্রধান বিরোধী দল ব্রিটিশ লেবার পার্টির ৭ জন আইন প্রণেতা দল থেকে পদত্যাগ করেন। তারাও ব্রেক্সিট নিয়ে দলনেতা জেরেমি করবিনের নীতির সমালোচনা করে পদত্যাগ করেছিলেন।

এই ঘটনার কিছু দিনের মধ্যেই শাসক দলেও একই পরিণতি লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং বলা যেতে পারে ব্রেক্সিট ইস্যু নিয়ে ব্রিটিশদের আরো অনেক কিছুই দেখার বাকী আছে।

-টিজে

Print Friendly, PDF & Email
FacebookTwitter