ভারত ভ্রমনের ভিসা প্রদান বন্ধু ঘোষণা

কূটনৈতিক সংবাদঃ

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে বিশেষ ক্যাটাগরির কয়েকটি ছাড়া বিশ্বের সব দেশের নাগরিকদের জন্য প্রায় এক মাস ভ্রমণ ভিসা স্থগিতের সিদ্ধান্ত জানিয়েছে ভারত সরকার।

বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, আগামীকাল ১৩ মার্চ রাত ১২টা থেকে শুরু হওয়া এই স্থগিতাদেশ চলবে ১৫ এপ্রিল পর্যন্ত। পাশাপাশি আগে দেওয়া ভ্রমণ ভিসা বাতিল বলে ঘোষণা দেওয়া হয়েছে।

কূটনৈতিক, অফিসিয়াল, জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থা, চাকরি ও প্রকল্প ভিসা আগের মতোই থাকবে। তবে এই সময়ের মধ্যে ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ডধারীদের ভিসামুক্ত প্রবেশাধিকারও স্থগিত থাকবে।

এই নিষেধাজ্ঞার মধ্যেও যদি কোনো বিদেশি নাগরিককে বাধ্যতামূলকভাবে ভারতেই হয়, তাহলে ওই ব্যক্তিকে সেখানকার ভারতীয় মিশনে যোগাযোগ করতে বলা হয়েছে।

-কেএম

Print Friendly, PDF & Email
FacebookTwitter