ভিপি নুরসহ ৫ জনের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন

অনলাইনঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র-সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরসহ আহত ৫ জনের উন্নত চিকিৎসার জন্য নয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

সোমবার ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন জানান, নুরুল হক নুরসহ ৫ জনের উন্নত চিকিৎসার জন্য নয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

এই বোর্ডের প্রধান হচ্ছেন নিউরো সার্জারি বিভাগের অধ্যাপক রাজিউর হক। বোর্ড আগামীকাল মঙ্গলবার সকাল ১০টার মধ্যে রোগীদের বিষয় নিয়ে বৈঠকে বসবেন।

বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আহতদের চিকিৎসা চালানো হবে।

ভিপি নুর ও তার সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের সাধারণ সম্পাদক আল মামুন ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তূর্যকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল রোববার দুপুর পৌনে ১টার দিকে ডাকসুর ভিপি নুরুল হক নুর ও তার অনুসারীদের ওপর হামলা চালায় মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতাকর্মীরা। হামলায় ছাত্রলীগের নেতাকর্মীরাও অংশ নেন বলে অভিযোগ করা হয়েছে। ওই হামলায় নুরসহ অন্তত ৩৪ জন আহত হন।

-কেএম

Print Friendly, PDF & Email
FacebookTwitter