ভূমিকম্প চললেও নামাজ ছাড়েননি ইমাম (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্কঃ

ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ লম্বকে রোববার রাতের শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৮২ জন নিহত হয়েছেন।

৭ মাত্রার এ ভূমিকম্পে হতাহত হয়েছে শত শত মানুষ। হাজার হাজার ভবন ভেঙ্গে পড়েছে, বন্ধ হয়ে গেছে বিদুৎ সংযোগ।

কিন্তু শক্তিশালী মাত্রার এই ভূকম্পন শুরু হলেও নামাজ পড়াচ্ছিলেন একজন ইমাম। ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের সময়কার তেমনই একটি ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, একজন ইমাম নামাজ পড়াচ্ছেন।

হঠাৎ তীব্র মাত্রার ভূকম্পন শুরু হয়। পেছন থেকে কয়েকজন মুসল্লি দৌড়ে পালারেও পরে চলে আসেন। কিন্তু ইমাম তার নামাজ চলমান রাখেন। ভূমিকম্পের মাত্রা আরও বেড়ে গেলে তিনি ভারসাম্যের জন্য পাশের দেয়ালে হাত দিয়ে নামাজ চলমান রাখেন।

ভিডিওতে অবশ্য অনেকেই মন্তব্য করেছেন। আহমেদ এম মারর্সি নামে একজন লিখেছেন, পেছনের দুজন পালিয়ে গিয়েছিল। তারা আবার ফিরে এসেছে যখন দেখেছে ইমাম নামাজ পড়েই চলেছেন। মাশাআল্লাহ, তার মনোবলের প্রতি শ্রদ্ধা। সোফিয়া ফরিদ নামে একজন লিখেছেন, আল্লাহর প্রতি বিশ্বাসের এক অনন্য দৃষ্টান্ত। এমন দূঢ় বিশ্বাসের জন্য আল্লাহ তাকে পুরস্কৃত করুন। আমিন।

ভিডিওটি এই লিংকে দেখুন https://www.facebook.com/ilmfeed/videos/2141378769464174/?t=2

-ডিকে

Print Friendly, PDF & Email
FacebookTwitter