ভোটে জিতে যা বললেন মমতা ব্যানার্জী

আন্তর্জাতিকঃ

লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ওঠা গেরুয়া ঝড়কে বিধানসভা নির্বাচনে একার নেতৃত্বে রুখে দিলেন মমতা ব্যানার্জী।

মমতা প্রমাণ করলেন বাংলা নিজের মেয়েকেই চায়। ম্যাজিক ফিগারের অনেক বেশি আসন নিয়ে আরও একবার দিদির হাতেই থাকলো বাংলা।

পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল দলের এই নেত্রী ১০ বছর যাবৎ রাজ্যের ক্ষমতা ধরে রেখেছেন। অথচ ভারতে ক্ষমতাসীন কট্টরপন্থী দল বিজেপি চেয়েছিল দিদিকে বাদ দিতে। কিন্তু সেই মমতা ব্যানার্জীই ২০০’র বেশি আসন নিয়ে ফের রাজ্যমাতা হয়ে বসছেন পশ্চিমবঙ্গের মসনদে। তাও আবার টানা তৃতীয়বারের মতো।

বিপুল ভোটে তৃণমূলের জয়ের পর আজ রোববার (২ মে) সন্ধ্যায় মমতা ব্যানার্জী রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘এ জয় বাংলার জয়, বাংলার মানুষের জয়। এই জয় ভারতবর্ষের মানুষকে বাঁচিয়ে দিয়েছে। এবার আমাদের প্রথম কাজ হবে করোনা মোকাবিলা করা।’

তিনি আরও বলেন, ‘এবার সত্যিই খেলা হয়েছে। আর সেই খেলায় আমরা জিতেছি। এজন্য আমি গ্রামের বিভিন্ন ক্লাবকে ৫০ হাজার ফুটবল উপহার দেব। কেন্দ্রীয় সরকারের কাছে বিনামূল্যে ভ্যাকসিন চাইব। না দিলে আন্দোলনে নামব। রাজ্যবাসীর কাছে আমাদের দেওয়া প্রতিশ্রুতি পালন করতে হবে। মনে রাখতে হবে এই বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে আমরা জিতেছি। এই জয়কে আমাদের ধরে রেখে প্রতিশ্রুতি রক্ষা করতে হবে।’

চলমান মহামারির কথা বিবেচনা করে রাজ্যবাসীর উদ্দেশ্যে মমতা ব্যানার্জী বলেন, ‘করোনার কারণে এখন বিজয় উৎসব নয়। করোনা গেলে আমরা কলকাতার ব্রিগেডে বিজয় উৎসব করব।’

-ডিকে

Print Friendly, PDF & Email
FacebookTwitter